১ম ডিএফএইচ ঢাকা বিভাগীয় স্কুল ও কলেজ বিতর্ক কর্মশালা ২০১৬

প্রতিপাদ্যঃ শুভেচ্ছা, অপরাজিত আলো
তারিখঃ ০৪-০৬ ফেব্রুয়ারি ২০১৬
ভেন্যুঃ বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তন

ডিবেট ফর হিউম্যানিটি-ডিএফএইচ নিয়মিত বিতর্ক কর্মশালা আয়োজনের ধারাবাহিকতায় রাজধানী ঢাকা-এর মূল হতে শুরু করে প্রান্তিক এলাকাগুলোর স্কুল ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানসমূহে বিতর্ক চর্চার প্রসারে এবার আয়োজন করে ৩দিন ব্যাপী ঢাকা বিভাগীয় বিতর্ক কর্মশালা। প্রথমবারের মত আয়োজিত এ বিতর্ক কর্মশালায় ঢাকা সিটি কর্পোরেশনের ৪৯টি থানার আওতাধীন অঞ্চলসমূহ হতে বাছাইকৃত ৭০টি স্কুল পর্যায়ের শিক্ষার প্রতিষ্ঠান ও ৩০টি কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণের জন্য আমন্ত্রন জানানো হয় ।

থানাভিত্তিক এ বিতর্ক কর্মশালা আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো স্কুল ও কলেজ পর্যায়ে নতুন নতুন বিতর্ক ক্লাব গঠনের মাধ্যমে নব আঙ্গিকে বিতার্কিক জাগরণ ঘটানো।

ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন ৪৯টি থানা এলাকাসমূহ ৪টি অঞ্চলে ভাগ করা হয়। প্রতিটি অঞ্চলে নির্দিষ্ট সংখ্যক থানা এলাকা ছিল। প্রাথমিক পর্যায়ে ৪৯টি থানা এলাকা হতে ১টি স্কুল ও প্রতি ২টি থানা এলাকা হতে ১টি কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানকে এ কর্মশালায় আমন্ত্রন জানানো হয়।
উল্লেখ্য প্রতিটি অঞ্চলের জন্য পৃথক পৃথক ব্যবস্থাপনা কমিটি নির্ধারিত ছিল।

অংশগ্রহনকারী অঞ্চল

অঞ্চল-১ঃ বিজয় ৭১- এর অন্তর্গত থানা এলাকাসমূহঃ ভাষানটেক, কাফরুল, ক্যান্টনম্যান্ট, দারুস সালাম, মিরপুর, পল্লবী, রূপনগর, শাহ আলী, শেরে বাংলা নগর।
ব্যবস্থাপকঃ ফারহানা আক্তার আঁখি

অঞ্চল-২ঃ স্বাধীন ৪৭- এর অন্তর্গত থানা এলাকাসমূহঃ যাত্রাবাড়ি, খিলগাঁ, ডেমরা, গেন্ডারিয়া, কদমতলী, মতিঝিল, মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, শ্যামপুর, সূত্রাপুর, ওয়ারী, হাজারীবাগ, কামরাংগীরচর, বংশাল, চকবাজার, কোতোয়ালী, লালবাগ, পল্টন, রমনা।
ব্যবস্থাপকঃ সাকিব ইসলাম শাওন

অঞ্চল-৩ঃ বিদ্রোহী ৯০- এর অন্তর্গত থানা এলাকাসমূহঃ ভাটারা, দক্ষিণখান, বাড্ডা, বিমানবন্দর, বনানী, গুলশান, খিলক্ষেত, রামপুরা, তুরাগ, উত্তরা, উত্তরা পশ্চিম, উত্তরখান।
ব্যবস্থাপকঃ শাফিন আহমেদ নীলাভ

অঞ্চল-৪ঃ বিপ্লবী ৬৯- এর অন্তর্গত থানা এলাকাসমূহঃ আদাবর, কলাবাগান, ধানমন্ডি, মোহাম্মদপুর, নিউমার্কেট, শাহবাগ, তেজগাঁ, তেজগাঁ শিল্পাঞ্চল।
ব্যবস্থাপকঃ তাজরীন ইসলাম তন্বী

অংশগ্রহনকারী বিতার্কিক সংখ্যা

২৫০ জন শিক্ষার্থী

অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহ

শেরেবোংলা নগর সরকারি বালকিা উচ্চ বিদ্যালয়
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
আহছানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ
দারুস সালাম উচ্চ বিদ্যালয়
বি এন কলেজ
দনিয়া কলেজ
সিদ্ধেশ্বরী র্গালস হাই স্কুল
সামসুল হক খান স্কুল এন্ড কলেজ
ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়
খিলগাঁও গভঃ কলোনী উচ্চ মাধ্যমকি স্কুল এন্ড কলজে
মগবাজার র্গালস হাই স্কুল
বংশাল বালিকা উচ্চ বিদ্যালয়
ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল
মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়
রূপনগর মাধ্যমকি উচ্চ বিদ্যালয়
মিরপুর গার্লস আইডয়িাল ল্যাবরেটরী ইন্সটটিউিট
শাহ আলী গার্লস কলেজ
জাহিরুন নেছা মহিলা দাখিল মাদরাসা
শুক্রাবাদ উচ্চ বিদ্যালয়
রূপনগর মডেল স্কুল এন্ড কলেজ
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, আই,ই,আর, ঢাকা বিশ্ববিদ্যালয়
শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়
ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়
লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ
বটমলি হোম বাল্কা উচ্চ বিদ্যালয়
আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয়
মোহাম্মদপুর প্রিপারটেরী স্কুল এন্ড কলেজ
রোটারী স্কুল এন্ড কলেজ
মোহাম্মদপুর প্রিপারটেরী স্কুল এন্ড কলেজ
রায়ের বাজার উচ্চ বিদ্যালয়
শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজ
তিতুমীর সরকারি কলেজ

কর্মশালায় ক্লাশসমূহের বিষয়

 

আয়োজন বিবরনী
বিবরন প্রশিক্ষক/অতিথি
উদ্বোধনী অনুষ্ঠান ১. উদ্বোধকঃ আহমেদ রফিক, ভাষা সংগ্রামী

২. মিজানুর রহমান খান, সংবিধান ও আইন বিশেষজ্ঞ ও উপদেষ্টা, ডিএফএইচ

৩. ড. শফিক উজ জামান, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও উপদেষ্টা, ডিএফএইচ

৪. মুহাম্মদ শফিকুর রহমান, চেয়ারম্যান, ডিএফএইচ

৫. তারেক আজিজ, নির্বাহী সদস্য, ডিএফএইচ

৬. এস এম মেসবাহ আর রহমান, নির্বাহী পরিচালক, চিন্তার চাষ

প্রশিক্ষন সেশন-১: কেন তুমি বিতর্ক করবে? দেবাশীষ কুন্ডু কাকন

সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি

প্রশিক্ষন সেশন-২: ভাষার ব্যবহার ও প্রমিত উচ্চারণ তামান্না তিথি

আবৃত্তি ও নাট্য প্রশিক্ষক এবং প্রতিষ্ঠাতা সদস্য, কন্ঠশীলন

বিতার্কিকদের অংশগ্রহণে মুক্ত আলোচনা-১: বির্তক ক্লাব গঠন ও করণীয় মুহাম্মদ শফিকুর রহমান

চেয়ারম্যান, ডিবেট ফর হিউম্যানিটি-ডিএফএইচ

প্রশিক্ষন সেশন-৩: উপস্থাপনা, বাচনভঙ্গি ও মাইকের ব্যবহার মেহের নিগার জুন

সাবেক বিতার্কিক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি
শিক্ষক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রশিক্ষন সেশন-৪: সংসদীয় বির্তকের ১ম পাঠ তারেক আজিজ

নির্বাহী সদস্য, ডিবেট ফর হিউম্যানিটি-ডিএফএইচ
সাবেক সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি

বিতার্কিকদের অংশগ্রহণে মুক্ত আলোচনা-২: নিয়মিত সেশন, পাঠচক্র ও কর্মশালা তারেক আজিজ

নির্বাহী সদস্য, ডিবেট ফর হিউম্যানিটি-ডিএফএইচ
সাবেক সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি

প্রশিক্ষন সেশন-৫: সংসদীয় বিতর্কের ২য় পাঠ মুরাদ হোসেন রনি

সাবেক সহসভাপতি
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি

প্র্দর্শনী বিতর্ক-১: সনাতনী বির্তক

বিষয়ঃ ফিরিয়ে দাও সবুজ, লও এ সভ্যতা

সভাপতিঃ শান্তনু মজুমদার

পক্ষ
হাবিব আল সাকি
সাব্বির আহমেদ
তারেক আজিজ বিপক্ষ
কৌশিক সুর
কারিমুল আরাফাত দীপ্ত
তারুণ্যের মুখোমুখি আনিসুল হক

কথা সাহিত্যিক

প্রদর্শনী বিতর্ক-২: রম্য বিতর্ক

বিষয়ঃ তুমি অধম তাই বলিয়া আমি চতুর হইবো না কেন

 

সভপতিঃ শিউলি আফসার

তাহমিদ অমিত পক্ষ
কামরুল
বুশরা জামান
মোজাম্মেল হোসেন সিক্ত বিপক্ষ
জহিরুল ইসলাম
উপমা মাহবুব
২য় দিনের সমাপনী
রিপোর্টিং
আসন গ্রহন
প্রশিক্ষণ সেশন-৬: বাক প্রস্তুতি মীর বরকত

আবৃত্তি ও নাট্য প্রশিক্ষক এবং প্রতিষ্ঠাতা সদস্য, কন্ঠশীলন

প্রশিক্ষন সেশন-৭: বাস্তব জীবনে বিতর্ক ও প্রশ্নোত্তর নাজমুল হুদা সুমন

নির্বাহী সদস্য, ডিবেট ফর হিউম্যানিটি-ডিএফএইচ
সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি

প্রদর্শনী বিতর্ক-৩: সংসদীয় বিতর্ক

প্রস্তাবঃ এই সংসদ মনে করে যে, গণতন্ত্র অবিনাশী

 

স্পীকারঃ সঞ্জয় মজুমদার

মুরাদ হোসেন রনি সরকারী
তাহমিদা খানম বাপ্পী
কারিমুল আরাফাত দীপ্ত
তারেক আজিজ বিরোধী
আশিকুর রহমান অপু
রিয়াসাদ আজিম
বিতার্কিকদের অংশগ্রহণে মুক্ত আলোচনা-৩: বিতর্ক প্রকাশনা ও দেয়ালীকা প্রকাশ এবং প্রয়োজনীতা নাজমুল হুদা সুমন

নির্বাহী সদস্য, ডিবেট ফর হিউম্যানিটি-ডিএফএইচ
সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি

প্রদর্শনী বিতর্ক-৪: প্লানচ্যাট বিতর্ক

বিষয়ঃ আমার লেখনী পড়ার চেয়ে ঘুম শ্রেয়

ওঝাঃ নাজমুল হুদা সুমন

আনোয়ার হোসেন
আনোয়ারুল আজিম গালিব
কারিমুল আরাফাত দীপ্ত
আশিকুর রহমান অপু
প্রশিক্ষন সেশন-৯: সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব এম এম আকাশ

৭০ এর দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান বিতার্কিক

অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ১.সালেহ উদ্দিন আহমেদ, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক ও উপদেষ্টা, ডিএফএইচ

২.শিপা হাফিজা, পরিচালক, জেন্ডার জাস্টিস এন্ড ডাইভার্সিটি, ব্র্যাক ও উপদেষ্টা, ডিএফএইচ

৩.আনু মুহাম্মাদ, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সদস্য সচিব, তেল-গ্যাস-খনিজ স¤পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ও উপদেষ্টা, ডিএফএইচ

৪.এম এম আকাশ, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও উপদেষ্টা, ডিএফএইচ

৫.মিজানুর রহমান খান, সংবিধান ও আইন বিশ্লেষক ও উপদেষ্টা, ডিএফএইচ

৬. মুহাম্মদ শফিকুর রহমান, চেয়ারম্যান, ডিএফএইচ

৭. তারেক আজিজ, নির্বাহী সদস্য, ডিএফএইচ

৮. এস এম মেসবাহ আর রহমান, নির্বাহী পরিচালক, চিন্তার চাষ

ডিবেট ফর হিউম্যানিটি - ডিএফএইচ

৩৫৫/১ (৪র্থ তলা), দিলু রোড, মগবাজার, রমনা, ঢাকা – ১২১৭, বাংলাদেশ

যোগাযোগ
৩৫৫/১ (৪র্থ তলা), দিলু রোড, মগবাজার, রমনা, ঢাকা – ১২১৭, বাংলাদেশ

টেলিফোন
০১৬৭৪৬৪৪৫৯৯, ৮৮০-২-৯৯৯৯৯৯

ফ্যাক্স
৮৮০-২-৯৯৯৯৯৯

ই-মেইল
debateforhumanity@gmail.com