ডিএফএইচ বিতর্ক মঞ্চ (মাধ্যমিক পর্যায়)

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নিয়মিত বিতর্ক চর্চায় বিতার্কিকদের প্রবৃদ্ধি অর্জনে ডিএফএইচ মাসপ্রতি আয়োজন করে থাকে “ডিএফএইচ বিতর্ক মঞ্চ”। এবারের বিতর্ক মঞ্চ-এ মাধ্যমিক পর্যায়ে গত ২২ সেপ্টেম্বর ২০১৭ ঢাক’র তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে ০৮টি বিতর্ক দল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আয়োজন বিস্তারিত

তারিখঃ ২৪ সেপ্টেম্বর ২০১৭
ভেন্যুঃ তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়
অংশগ্রহণকারী দলঃ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ
অংশগ্রহণকারী দলসংখ্যাঃ ০৮টি
বিতর্ক-এর ধরণঃ সংসদীয় বিতর্ক
প্রতিযোগিতার ধরণঃ ট্যাব ফরম্যাট

অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহ

১. ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়
২. শেরে বাংলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
৩. আদমজী ক্যান্ট. পাবলিক স্কুল
৪. বি. এফ. শাহিন কলেজ
৫. তামিরুল মিল্লাত কামিল মাদরাসা
৬. তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়
৭. মনিপুর উচ্চ বিদ্যালয়
৮. ইস্পাহানী গার্লস হাই স্কুল

বিজয়ী দল

ধানমন্ডি গভ. বয়েজ স্কুল ডিবেটিং ক্লাব

বিজিত দল

শেরে বাংলা গভ. গার্লস স্কুল ডিবেটিং ক্লাব

ডিবেট ফর হিউম্যানিটি - ডিএফএইচ

৩৫৫/১ (৪র্থ তলা), দিলু রোড, মগবাজার, রমনা, ঢাকা – ১২১৭, বাংলাদেশ

যোগাযোগ
৩৫৫/১ (৪র্থ তলা), দিলু রোড, মগবাজার, রমনা, ঢাকা – ১২১৭, বাংলাদেশ

টেলিফোন
০১৬৭৪৬৪৪৫৯৯, ৮৮০-২-৯৯৯৯৯৯

ফ্যাক্স
৮৮০-২-৯৯৯৯৯৯

ই-মেইল
debateforhumanity@gmail.com