৪র্থ জাতীয় আন্তঃকলেজ পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০২২
প্রতিপাদ্যঃ কান পেতে শুনি, প্রকৃতির ধ্বনি
তারিখঃ ২২-২৩ জুলাই ২০২২
ভেন্যুঃ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা।
অংশগ্রহণকারীঃ উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান
ধরনঃ সংসদীয় (বাংলা)
সার্বিক সহযোগিতায়ঃ বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), Sweden Sverige
বিতর্ক সহযোগীঃ বেগম বদরুন্নেসা ডিবেটিং সোসাইটি
আয়োজন বিস্তারিত
আয়োজনের মূল বিষয়বস্তু:
পরিবেশ দূষণ প্রতিরোধ, প্লাষ্টিক দূষণ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক
লক্ষ্য ও উদ্দেশ্য:
- টেকসই, পরিবেশ-বান্ধব উপকরণ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এর বিকল্প ব্যবহারের জন্য উদ্ভাবনী ধারণা, পদ্ধতি এবং কৌশলগুলি অন্বেষণ এবং আলোচনা করা।
- একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এর বিরুদ্ধে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং বিকল্পের ব্যবাহরের দিকে গুরুত্ব আরোপ করা।
- টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে বর্তমান পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ছাত্র, শিক্ষক, একাডেমিক প্রতিষ্ঠান, মিডিয়া, নীতিনির্ধারক এবং সুশীল সমাজের কাছে উপস্থাপন করা; এবং বিতর্কের মাধ্যমে টেকসই উন্নয়নের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
- টেকসই উন্নয়ন এবং সবুজ নগরায়নের জন্য বিদ্যমান নীতি, আইন, এবং নির্দেশনা নিয়ে আলোচনা করা; বাংলাদেশের প্রেক্ষাপটে বিদ্যমান এ সকল আইন ও নীতির প্রয়োগ এবং কার্যকর করার পদ্ধতি নিয়েও আলোচনা করন।
অংশগ্রহনকারী:
- ঢাকা কলেজ
- বিএএফ শাহীন কলেজ, ঢাকা
- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ
- আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
- রাজশাহী কলেজ
- সরকারি বাংলা কলেজ
- কবি কাজী নজরুল ইসলাম সরকারি কলেজ
- বাংলাদেশ নেভি কলেজ
- মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
- রাজশাহী সরকারি সিটি কলেজ
- নটর ডেম কলেজ
- দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ
- ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ
- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
- ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ
- বিসিআইসি কলেজ
- বীরশ্রেষ্ট নুর মোহাম্মদ পাবলিক কলেজ
- তামীরুল মিল্লাত কামিল মাদরাসা
- বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা
- সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
- সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ
- ঢাকা সিটি কলেজ
- ঢাকা কমার্স কলেজ
- নারায়ণগঞ্জ কলেজ
ফলাফল:
বিজয়ী দলঃ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
বিজিত দলঃ নটর ডেম কলেজ
বিতর্কের প্রস্তাবসমূহ:
- এই সংসদ (বাংলাদেশ) ক্রমবর্ধমান সেতু কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থাকে নিয়ে অনুতপ্ত
- এই সংসদ মনে করে, পরিবেশ আন্দোলনের উচিত প্রকাশ্যে অ্যান্টি-ন্যাটালিস্ট গোষ্ঠীকে সমর্থন করা
- [অ্যান্টিনেটালিজম হল মানুষের জন্য সন্তান ধারণ করা অন্যায় বা নৈতিকভাবে ভুল এই ধারণায় বিশ্বাস করা]এই সংসদ, দোষী প্রমাণিত অপরাধীদের প্রচলিত শাস্তির পরিবর্তে উপরে উল্লেখিত প্রযুক্তির মাধ্যমে সাজা প্রদান করবে
- [এমন একটি প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে, কোনো অপরাধের ভুক্তভোগী যে ধরনের শারীরিক বেদনা এবং মানসিক ট্রমার ভিতর দিয়ে যায়,হুবুহু বেদনা বা ট্রমা অপরাধীর ওপর আরোপ করা সম্ভব।]এই সংসদ যেকোনো পণ্য বা সেবা বিক্রির ক্ষেত্রে প্রতিষ্ঠানসমূহের উপর কার্বন ফুটপ্রিন্ট লেবেলিং কে বাধ্যতামূলক করবে
- [কার্বন ফুটপ্রিন্ট বলতে বোঝায় কোনো পণ্য বা সেবার উৎপাদন, ব্যবহার এবং জীবনাবসান হতে নিঃসরিত মোট গ্রিনহাউজ গ্যাস (যেমনঃ কার্বন ডাই অক্সাইড,মিথেন ইত্যাদি) এর পরিমাণ ]এই সংসদ মনে করে যে বিরোধপূর্ণ অঞ্চলগুলির কাছাকাছি দেশগুলির শুধুমাত্র তাদেরই শরণার্থী হিসেবে দীর্ঘমেয়াদী আশ্রয় দেওয়া উচিত যারা এক বছরের সামরিক চাকরিতে সম্মত হবে
- এই সংসদ, পরিবেশ বিপর্যয় ইস্যুতে উন্নয়নশীল দেশসমূহকে তাদের শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের সাথে আপোষ করাকে সমর্থন করেনা
- এই সংসদ জলবায়ু তহবিল গঠন কে অনৈতিক মনে করে
সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান:
প্রধান অতিথিঃ ড. সালেহউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক এবং উপদেষ্টা, ডিএফএইচ
বিশেষ অতিথিঃ
- অধ্যাপক এম এম আকাশ, চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)
- শীপা হাফিজা, সাবেক নির্বাহী পরিচালক, আইন ও সালিশ কেন্দ্র এবং উপদেষ্টা, ডিএফএইচ
- অধ্যাপক ড. শায়লা নাসরিন, উপাধ্যক্ষ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
গেস্ট অফ অনারঃ অধ্যাপক সাবিকুন নাহার, অধ্যক্ষ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
সভাপতিঃ মুহাম্মদ শফিকুর রহমান, চেয়ারপার্সন, ডিবেট ফর হিউম্যানিটি (ডিএফএইচ)
ডিবেট ফর হিউম্যানিটি - ডিএফএইচ
৩৫৫/১ (৪র্থ তলা), দিলু রোড, মগবাজার, রমনা, ঢাকা – ১২১৭, বাংলাদেশ
যোগাযোগ
৩৫৫/১ (৪র্থ তলা), দিলু রোড, মগবাজার, রমনা, ঢাকা – ১২১৭, বাংলাদেশ
টেলিফোন
০১৬৭৪৬৪৪৫৯৯, ৮৮০-২-৯৯৯৯৯৯
ফ্যাক্স
৮৮০-২-৯৯৯৯৯৯
ই-মেইল
debateforhumanity@gmail.com